চাঁদপুরের কচুয়ায় বাবাকে গলা কেটে হত্যার দায়ে আল আমিন নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের কৈটোবা গ্রামের ছৈয়াল বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়ির যুবক আল আমিন (২২) তার বাবা আব্দুল মমিনের (৫৭) কাছ থেকে টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবা ছেলের মাঝে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ছেলে আল আমিন উত্তেজিত হয়ে গরু জবাই করার ছুরি দিয়ে তার বাবাকে গলা কেটে হত্যা চেষ্টা করে। আব্দুল মমিনের ডাক চিৎকারে বাড়ির আশপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ছৈয়াল বাড়ীর লোকজনরা জানায়, আব্দুল মমিনের গলা গভীর ভাবে কেটে গেছে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। ঘটনার সময় বাবা ও ছেলে ছাড়া ঘরে কেউ ছিলনা। খবর পেয়ে কচুয়া থানার এসআই আনোয়ার হোসেন পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আল আমিনকে আটক করে থানায় নিয়ে আসে।

কচুয়ার থানার ওসি মো. ইব্রাহীম খলিল জানান,আল আমিনকে আটক করা হয়েছে।  এ ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024