দেশব্যাপী বিএনপি—জামায়াতের অবরোধ—অগ্নিসন্ত্রাস, ধ্বংসাত্মক কর্মকান্ডের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ। বুধবার (১ নভেম্বর) বিকালে চন্দ্রঘোনা ইকোপার্ক থেকে শোভাযাত্রাটি বের হয়ে কাপ্তাই সড়কের রাউজানের পাহাড়তলি পর্যন্ত প্রদক্ষিণ করে শেষ হয়। 


শোভাযাত্রায় অন্তত দুই হাজার মোটরসাইকেল যোগে অংশ নিয়েছেন পাঁচ হাজার যুবলীগ নেতাকমীর্। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ। এরআগে দুপুরের দিকে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে পৃথক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ইকোপার্ক এলাকায় জড়ো হতে থাকেন  নেতাকমীর্রা। পরবতীর্তে বিকালে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রায় সরকারের উন্নয়নমূলক গান, স্লোগান দিয়ে আশেপাশের এলাকা মুখরিত করে তুলেন  যুবলীগ নেতৃবৃন্দ।


পরে তাপবিদ্যুৎ গেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবলীগ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ বিএনপি—জামায়াতকে হুশিয়ারী দিয়ে বলেন, অবরোধের নামে সারাদেশে অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে তারা। তাদের বর্বরোচিত হামলায় সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। ড. হাছান মাহমুদের হাত ধরে রাঙ্গুনিয়া উন্নয়নে বদলে গেছে, শান্তির জনপদে পরিণত হয়েছে। এই জনপদে কোন  অপশক্তি যদি এই ধরণের কোন কর্মকান্ডের চেষ্টা চালায় তাদের কঠোর জবাব দেয়া হবে বলে তারা জানান।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024