সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের অশোভনীয় ব্যবহার ও কন্টেন্ট বানাতে ক্লাস ফাঁকি দেওয়ার অভিযোগসহ শৃঙ্খলা বহির্ভূত কাজে লিপ্ত থাকায় ৯ শিক্ষার্থীর অভিভাবক’কে তলব করেছে উখিয়া কলেজ কর্তৃপক্ষ।

বুধবার (১ নভেম্বর), ঐ শিক্ষার্থীদের শনাক্তের পর তাদের অভিভাবককে কলেজে উপস্থিত হতে অবহিত করা হয়।


সম্প্রতি ফেসবুকে, টিকটক ব্যবহার করা কিছু শিক্ষার্থীর ভিডিও ভাইরাল হলে উখিয়ায় আলোচনার ঝড় উঠে।

সংগত কারণে অভিযুক্তদের নাম প্রকাশ না করা হলেও কলেজের পোশাক ও শ্রেণীকক্ষ ব্যবহার করে আলোচনায় আসা টিকটকারদের ব্যাপারে ব্যবস্থা নিতে তড়িৎ পদক্ষেপ নেয় কলেজ প্রশাসন।


শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের প্রধান ছৈয়দ আকবর কে আহবায়ক করে গঠন করা ৭ সদস্যের তদন্ত কমিটি, ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনার মাধ্যমে ৯ শিক্ষার্থীকে শনাক্ত করে।

তদন্ত কমিটির সদস্য প্লাবন বড়ুয়া জানান, “ইতিমধ্যে ঐ শিক্ষার্থীদের সর্তক করা হয়েছে পাশাপাশি অভিভাবক সহ বৃহস্পতিবার (২ নভেম্বর) কলেজে উপস্থিত হতে নির্দেশনা দেওয়া হয়েছে।”


এদিকে ফেসবুকে পোস্ট করে টিকটকগুলো ভাইরাল করা কথিত এক ছাত্রকেও শনাক্ত করার চেষ্টা চলছে বলে একটি সূত্রে জানা গেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024