|
Date: 2023-11-02 08:45:07 |
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে মহাসমাবেশে হামলা ও দলের মহাসচিবকে গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা বিএনপি'র অবরোধ কর্মসূচির সমর্থনে চিলমারীতে বিএনপি’র বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। অবরোধের সমর্থনে চিলমারী কুড়িগ্রামের মহা সড়কে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছেন বিএনপি ও তার সহযোগী সকল অঙ্গ সংগঠন গুলো। এছাড়া ও প্রথম দিনে রাস্তায় টায়ায় জ্বালিয়ে ও বিক্ষোভ করছে দলটির নেতা-কর্মীরা। দ্বিতীয় দিনে ও চিলমারীতে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম সাদ্দাম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, রুহুল আমিন হৃদয়, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক বিপ্লব মিয়া, জামিউল ইসলাম জনি, উপজেলা জিয়া সাইবার ফোর্সের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024