|
Date: 2022-08-07 13:30:36 |
নিউজ ডেস্ক:
চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. আবরার হোসেন নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী ফজল রহমান কেরানী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আবরার প্রবাসী মো. সুমনের ছেলে।
আবরারের চাচা মো.মাজেদুল হক জানান, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বের হয়ে পুকুরের ধারে চলে যায় আবরার। একপর্যায়ে সে পানিতে পড়ে যায়। তাকে পাওয়া না গেলে পুকুরে খোঁজ করা হয়।
পরে পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী এ বিষয়ে জানান, দুপুর ১টা ২০ মিনিটে জরুরি বিভাগে আনা হয় আবরারকে। পরে চমেক হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
© Deshchitro 2024