মুন্সি শাহাব উদ্দিন ( চট্টগ্রাম-লোহাগাড়া)ঃ- ফ্রান্সের সম্রাট ও তুখোড় সেনা প্রধান নেপোলিয়ান বেনাপোর্ট এর উক্তিমতে আত্মহত্যা জীবনে সবচেয়ে কাপুরুষতা। প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটে যাচ্ছে আত্মহত্যার ঘটনা। আজ ২রা নভেম্বর বৃহস্পতিবার এমনই এক আত্মহত্যার ঘটনা ঘটে গেল লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে। 

   ঘটনার বিবরণে জানা যায়, আত্মহত্যাকারী নিহত যুবকের নাম জাবেদ (২৩)। সে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নুরার দোকান নামক এলাকার বাসিন্দা ও তার পিতার নাম সুলতান। আরো জানা যায়, মুলতঃ তাদের মৌরশী বাড়ী মিয়ানমারে। নিহত যুবকের শাশুড়ীর ভাষ্যমতে, জাবেদ একটি প্রজেক্টে চাকরী করত। প্রতিদিন বাড়ী চলে আসত এবং খাবার দাবার সেরে ঘুমিয়ে পড়ত। আজ ভোর  বেলা বাড়ীর আঙ্গিনার সামনে বৃক্ষের ডালের সহিত তার শাশুড়ী তাকে গলায় লুঙ্গি পেছানো অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয় ইউ,পি সদস্য গ্রাম পুলিশকে ঘটনার বিষয়ে জ্ঞাত করান। লোহাগাড়া থানার ওসি জনাব রাশেদুল ইসলাম সাহেব সংবাদ পেয়ে সরে জমিনে পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024