|
Date: 2022-10-06 12:41:30 |
মধুপুরে ৩ দিন ব্যাপী লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে উপজেলা পরিষদ এ প্রশিক্ষণের আয়োজন করেছিল।
৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় মধুপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে। সমাপনী দিনে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, অতিরিক্ত কৃষি অফিসার শাকুরা শাম্মী, জাইকা প্রতিনিধি হাফিজুর রহমান, কৃষক ছানোয়ার হোসেন ও প্রশিক্ষণার্থী শামছুল আরেফিন শরীফ প্রমুখ।
৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ৪০ জন লেবু জাতীয় ফসল চাষী অংশ গ্রহণ করে।
© Deshchitro 2024