রাঙ্গুনিয়ায় ট্রাকে আগুন দেয়ার পর এবার দাড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোররাত ৪টার দিকে এই ঘটনা ঘটে। বাসগুলো কাপ্তাই সড়কের পরিবহন সংস্থা এবি ট্রাভেলসের মালিকানাধীন। 


এবি ট্রাভেলসের অন্যতম পরিচালক রাসেল চৌধুরী জানান, তাদের বাসগুলো বরাবরের ন্যায়চন্দ্রঘোনা গণবিদ্যালয়ের সামনের নির্ধারিত স্থানে রাখা হয়। ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে ১০/১৫ জন মুখোশধারী দেশীয় অস্ত্রহাতে সেখানে হামলা চালায়। তারা প্রথমে একটি বাসে পেট্টোল দিয়ে আগুন লাগিয়ে দেয়া হয়। এছাড়া ভাংচুর করা হয় আরও দুটি বাস। এরপর তারা পাশের পাহাড় দিয়ে পালিয়ে যায়। ভাগ্যক্রমে বাসের ভেতর থাকা ৪ জন স্টাফ কোনরকম প্রাণে রক্ষা পেয়েছেন। ক্ষতিগ্রস্ত বাসগুলো হল চট্টমেট্টো ১৪-১৭৬৬, ১৪-১৯৪৩ এবং ১৪- ১৮১২। 

এরআগে বুধবার ভোররাতে একই ইউনিয়নের হাবিবের গোট্টা এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক পুড়িয়ে দেয়া হয় এবং অন্যটি ভাংচুর করা হয়। এছাড়া পোমরা ইউনিয়নের সেলিমা কাদের কলেজ গেট এলাকায় একটি মোটরসাইকেল পুড়ে দেয়া হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024