|
Date: 2023-11-02 12:42:59 |
প্রতিটা প্রেমই বসন্তের মতো
হুট করেই চলে আসে জীবনে
গাছে গাছে ফুটে ওঠে রঙিন ফুল
ভালোবাসার সুশীতল ছায়া আর মন মাতানো
দখিনা হাওয়ায় নেচে ওঠে মন, উতলা হয় প্রাণ।
সুমধুর সেই প্রেমে কত সুন্দর কেটে যায় প্রেমময় দিনগুলো!
তারপর আসে চৈত্রের খরতাপ, রাগ, অভিমান আর অভিযোগ
দগ্ধ করে দেয় সব আবেগ, ভালোবাসা উড়ে যায় কুয়াশার মতো।
বসন্তের মতো আসা ভালোবাসাও এক সময় শেষ হয়ে যায়!
ভুলে ভরা ছোট্ট একটি উপাখ্যানের সমাপ্তি ঘটে কুয়াশার মতোই নীরবে!
সে-ই ভোগে এই আঘাত যে সত্যিই ভালোবাসে।
কেউ ভালোবাসে বসন্তের মতো!!
আর কেউ চৈত্রের মতো!
ভালোবাসার অনুভূতি কখনো মরে যায় না!
মাঝে বাধা হয়ে দাঁড়ায় মিথ্যা ভয়, অনীহা আর মিথ্যা অভিযোগ!
© Deshchitro 2024