|
Date: 2023-11-02 12:55:39 |
কচুয়ার আটোমোড় গ্রামের মোঃ আল আমিন তাহার স্ত্রী তাসলিমা আক্তারকে নিয়ে জীবিকার তাগিদে চট্টগ্রামে ভাড়া বাসায় বসবাস করেন। তাহাদের মেয়ে আমেনা আক্তার (৯), আফসানা আক্তার (৫) এবং ছেলে আব্দুল্লাহ(২বছর ৬মাস) দাদী বিলকিস বেগম এর নিকট বসবাস করে। গত ২৯/১০/২০২৩ইং তারিখ আফসানা আক্তার(৫) বিকাল বেলা বাড়ীর অন্যান্য ছেলে-মেয়েদের সাথে খেলাধুলা করিতে করিতে অভিযুক্ত মোঃ নুরুল ইসলাম এর ঘরের সামনে গেলে তাহাকে খাবারের প্রলোভন দিয়ে মোঃ নুরুল ইসলাম তাহার বসত ঘরের ভিতরে নিয়ে যায়। মোঃ নুরুল ইসলাম এর স্ত্রী মর্জিনা আক্তার বাড়ীতে না থাকায় নূরুল ইসলাম আফসানা আক্তার (৫) কে তাহার বসত ঘরের ভিতরে নিয়ে পড়নের হাফপ্যান্ট খুলিয়া মাটিতে শোয়াইয়া আফসানা আক্তার(৫),কে ধর্ষন করে। তখন আফসানা আক্তার কান্নাকাটি করিলে পাশের ঘরের লোকজন টের পাইয়া গেলে অভিযুক্ত মোঃ নুরুল ইসলাম আফসানাকে ছাড়িয়া দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ভিকটিম আফসানা আক্তারের দাদী বিলকিস বেগম বাদী হয়ে কচুয়া থানায় মামলা করেন।
মামলা হওয়ার পর সাচার পুলিশ ফাড়িঁ ইনচার্জ এস আই করিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি মোঃ নুরুল ইসলামকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পেরন করে। মামলাটি তদন্তাধীন।
© Deshchitro 2024