|
Date: 2023-11-02 14:01:08 |
কচুয়ার ঐতিহ্যবাহী ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুনগত মানোন্নয়ন, বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন ও অবহিতকরণ সম্পর্কে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. সেলিম মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি,"আজকের নতুন সংবাদ" অনলাইন পত্রিকার প্রধান উপদেষ্টা ও কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাসুদুর রহমান বাবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য খলিলুর রহমান মাষ্টার, বিদ্যোৎসাহী সদস্য গোলাম খাজা, অভিভাবক সদস্য গিয়াসউদ্দিন মোল্লা মেম্বার, সহকারি প্রধান শিক্ষক পুলিন চন্দ্র সরকার, সহকারি শিক্ষক আব্দুল মবিন মজুমদার, রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাংবাদিক মানিক চন্দ্র সরকার, ফজলুর রহমান, অভিভাবক মো. রুবেল হোসেন, কেরামত আলী, কামাল হোসেন, সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।
অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট। শিক্ষার্থীরা এসব দিকে অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ার কারণে লেখাপড়ায় অমনোযোগি হয়ে পড়ছে কিনা এবং এর কুফল সম্পর্কে অভিভাবকদের ধারণা দেয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
© Deshchitro 2024