কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই নোয়াখালীর সোনাইমুড়িতে বিএনপির ডাকা তিন দিনের লাগাতার অবরোধ কর্মসূচির সমাপ্তি হয়েছে। টানা অবরোধের শেষ দিনে বেলা বাড়ার সাথে সাথে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলোতে ছোট যানবাহনের চলাচল আগের দুইদিনের তুলনায় বাড়তে শুরু করে,বিকেলে দিকে উপজেলার বাস টার্মিনাল সোনাইমুড়িতে  বাইপাস চত্তর থেকে দূরপাল্লার অনেক বাস ছেড়ে গিয়েছে,পন্যবাহী ট্রাকসহ অন্য গাড়ির চলাচল স্বাভাবিক হতে শুরু করে। 


পাশাপাশি অবরোধের বিপক্ষে সকালে সোনাইমুড়িতে  বিক্ষোভ মিছিল করেছে,সোনাইমুড়ি উপজেলা যুবলীগ। এ ছাড়া চলমান গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের আরও ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে গতকাল বুধবার পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ১৭৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।


এর মধ্যে সোনাইমুড়িতে তিনজন,বেগমগঞ্জ একজন,সুধারাম তিনজন,কোম্পানীগঞ্জে ছয়জন,সেনবাগ দশজন,চাটখিলে একজন এবং জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম নতুন করে আরও ২৫ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সকলে বিভিন্ন মামলার আসামি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024