"সুষ্ঠু ধারার খেলা মনের খোরাক,  সুস্বাস্থ্যের ধারক ও বাহক। আর এর খোঁজ পেতে  ছুটে আসে কতিপয় খেলা পাগল শিক্ষার্থী,বিভিন্ন শ্রেণি পেশার  নারী ও পুরুষ। তাদের সমন্বয়ে গঠিত হয়  তিনটি বিভাগে ১৬ টি দল। এসব দলের অংশ গ্রহণে শুরু হয় মধুপুর উপজেলায়  জেলা প্রশাসক, টাঙ্গাইল   গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৩।

বৃহস্পতিবার ০২ নভেম্বর সন্ধ্যায় শুরু হওয়া এ খেলা চলে রাত ১০ টা অবধি। উপজেলার তারার মেলা কিন্ডারগার্টেন স্কুলের  খেলার মাঠে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজিত এ খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ও শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান এডভোকেট ইয়াকুব আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. সাইদুর রহমান,  শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, গোপালপুর সুতী বি এম সরকারি স্কলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান,  গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু,  কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান  আবদুল মান্নান,  মহিষমারা ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন, সরকারি- বেসরকারি কর্মকর্তা বৃন্দ  গণমাধ্যম কর্মী সহ প্রমুখ। ধারা ভাষ্য ও  ফলাফল সংগ্রহে ছিলেন রুহুল আমিন রনি। 

খেলাটি ছিলো খুবই উত্তেজনাপূর্ণ, দর্শক মাতানো। মুহুর্মুহ করতালিতে ভরে উঠে খেলার মাঠ। খেলায় নারী গ্রুপে বিজয় ছিনিয়ে নেয় শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির মৃভা, দ্বাদশ শ্রেণির রিনি ও ফিজা,  পুরুষ রাউন্ডে নাঈম ও সৈকত এবং অফিসার্স গ্রুপের  বিজয় অর্জন করেন উপজেলা  স্বাস্থ্যকমপ্লেক্সের ডাক্তার আতিকুর রহমান  ও উপজেলা পরিষদের পিআইও আমিনুর ইসলাম । 

পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। 

উল্লেখ্য টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রতিটি উপজেলা থেকে বিজয়ীদের নিয়ে টাঙ্গাইলে এ খেলার চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নাজিবুল বাশার/লিয়াকত হোসেন জনী


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024