ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার জনগনের জন্য ফ্রন্ড ডেস্ক এর ভুমিকা এখন ত্রিশালবাসীর হাসিমুখের কারন। সকল নাগরিক এর দাপ্তরিক আবেদনের জন্য এই ডেস্ক কাজ করছে। আবেদন গুলো প্যাডে ইউএনও মহোদয় এর নিকট যায়। জনসাধারন ডকুমেন্টস কোথায় এবং কিভাবে জমা দিতে হবে সেজন্য বিভিন্ন টেবিলে ঘুরাঘুরি করতে হতো। এখন ফ্রন্ট ডেস্ক এর মাধ্যমে এই সকল তথ্য সাধারণ মানুষ পাচ্ছেন ও সকল ধরনের সমস্যা ও মতামতের আবেদন সহজেই জমা দিতে পারছেন। জমাকৃত আবেদন এর সমাধানও হয়ে যাচ্ছে অতি অল্প সময়ে। ফ্রন্ট ডেস্কের সামনে সুন্দর বসারও স্থান করা হয়েছে। 

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আক্তারুজ্জামান এর নির্দেশনায় ফ্রন্ট ডেস্ক চালু হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024