|
Date: 2023-11-03 11:10:09 |
৩রা নভেম্বর (শুক্রবার) সকাল দশটায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ এলাকায় অবস্থিত তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে "একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” প্রতিপাদ্যকে সামনে রেখে ছাত্র ছাত্রী ও অভিভাবকদের নিয়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভার প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপসচিব মোছাঃ রুজিনা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: ইয়াছিন আলী মন্ডল, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, তেঁতুলিয়া উপজেলা শাখা, পঞ্চগড়। সভার সভাপতিত্ব করেন মো: মিজানুল হক, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, তেঁতুলিয়া, পঞ্চগড়। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যদি ছাত্র ছাত্রীর উপস্থিতি ও পড়ালেখায় মনোযোগী হলে ভবিষ্যতে তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজটি ইউনিভার্সিটিতে রূপান্তরিত হতে পারে।
© Deshchitro 2024