|
Date: 2023-11-03 12:00:21 |
৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাকে স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে সিরাজগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরীর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর ড. জান্নাত আরা হেননীর আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সিরাজগঞ্জ চৌরাস্তা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব
এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান দুদু, সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, সাবেক সেচ্ছাসেবক লীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক লিটন হোসেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষায়ক সম্পাদক জুয়েল রানা বিজয়, ঢাকা উওর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আলহাস সরকার, মোতাহার হোসেন যুব পরিষদ এর সভাপতি মকবুল হোসেন মুকুল, সেচ্ছাসেবক লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষায়ক সম্পাদক রাকিবুল ইসলাম রকি, সিরাজগঞ্জ সরকারি কলেজের যুগ্ম-সাধারন সাধারন সম্পাদক জিম আহামেদ আকাশ, প্রমূখ, এছাড়াও নেতৃবৃন্দসহ হাজারও মুসল্লীণ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024