|
Date: 2023-11-03 16:54:30 |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টনেলে বেপরোয়া একটি যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের সময় টানেলের ভেতরের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে মুচড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, নগরীর পতেঙ্গা প্রান্ত থেকে একটি প্রাইভেটকার আনোয়ারা প্রান্তে যাচ্ছিল। ওই সময় বেপরোয়া গতিতে আসা একটি বাস ওভারটেক করতে গিয়ে কারটিকে পিছনে ধাক্কা দেয়। এতে কারের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী টানেলে দায়িত্বরত সহকারী প্রকৌশলী তানভীর রিফা জানান, টানেলের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো ব্যক্তি হতাহত ও টানেলের অংশ ক্ষতি হয়নি। বাসের চালক পলাতক। এছাড়া গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।
© Deshchitro 2024