|
Date: 2023-11-03 17:11:03 |
৩রা নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ ও সহচর জাতীয় চার নেতার নারকীয় জেল-হত্যা দিবসে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনে মোমবাতি প্রজ্বলন ও ১মিনিট নিরবতা পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শাখাছাত্রলীগের (সদ্য বিলুপ্ত) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক "আহসান হাবীব সোপান" দৈনিক দেশচিত্রকে বলেন- একজন বাঙালি হিসেবে দেশের জাতীয় নেতাদের সম্পর্কে জ্ঞান আহরণ করা নৈতিক দ্বায়িত্বের মধ্যেই পড়ে। যাদের আত্বত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশ,যাদের বলিষ্ঠ উদ্যোগ বাঙ্গালিরদের মনে স্বাধীনতার বীজ বপন করেছিল, বাঙালি তাদের স্মরণ করবে আজীবন। আমাদের উচিৎ তাদের জীবনী, দর্শন ও দেশপ্রেমে নিজেকে অবগত করা।
ছাত্রলীগনেতা আরো বলেন আমরা এখনো এ হত্যাকান্ডের কলঙ্ক থেকে পরিত্রাণ পাইনি। আমরা তরুণ ও ছাত্রসমাজ জাতীয় নেতাদের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানাচ্ছি।
© Deshchitro 2024