আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল পরিচালনা কমিটি গঠন কল্পে অভিভাবক সদস্য পদে নির্বাচন জমে উঠেছে। নির্বাচনে অভিভাবক সদস্য ৫টি পদে ১০ প্রার্থী প্রতীক পাওয়ার পর ভোটারদের বাড়ি বাড়ি ছুটে চলেছেন।
স্কুলে ৪৫৬ জন ভোটার রয়েছেন। আগামী ২০ অক্টোবর ভোট গ্রহন করা হবে। নির্বাচনে এলাকার প্রভাবশালী ব্যক্তি ও সমাজ সেবক মহিউদ্দিন ফকীর সমর্থিত প্যানেল ইতিমধ্যে মাঠে নেমে ভোটারদের সমর্থন আদায়ে কাজ শুরু করেছেন। প্যানেলের ৫ প্রার্থীদের মধ্যে (অভিভাবক সাধারণ) রয়েছেন, আবু হাসান ফকির (চেয়ার প্রতীক), এস এম হাবিবুর রহমান (ছাতা), রবিউল ইসলাম (মোরগ), শংকর প্রসাদ মন্ডল (বই প্রতীক) এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে আছেন রোজিনা খাতুন (গোলাপফুল প্রতীক)। অপর প্যানেল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা সমর্থিত প্যানেলে আছেন, এসএম জুলফিকর আলী (ফুটবল), চন্দ্র কান্ত মন্ডল (দোয়াত কলম), নজরুল ইসলাম (হরিণ), রিপন গাজী (মাছ) ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে আছেন চামেলী রানী সরকার (কলস)।    প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন, আশাশুনি উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024