"সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 


এ উপলক্ষ্যে শনিবার (৪ নভেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 




উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম। 


মির্জাগঞ্জ বহুমুখী সমবায় সমিতির নির্বাহী উপদেষ্টা মাহাবুবুর রহমান টুকুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, যুগ্ন সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ, শ্রমিক লীগের সভাপতি ফারুক খান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মল্লিক। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024