মিঠাপুকুরে  জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা  সভা


শামীম রানা, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ


 ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে

" বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন,

সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রংপুরের মিঠাপুকুর উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনার শুরুতে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্ত¡র  প্রদক্ষিণ শেষে  অডিটেরিয়ামে এসে শেষ হয়। 


শনিবার সকাল ১১ টায় উপজেলার গোল চত্ত¡রে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনটির কার্যক্রম ও আলোচনা সভা শুরু হয়।

 নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে র্ভাচুয়ালে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধাক্য ও মিঠাপুকুর-৫ আসনের সাংসদ হাবিবুন্নবী আশিকুর রহমান। এছাড়াও আর উপস্থিত ছিলেন,  উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার ,মিঠাপুকুর থানা ইনচার্য মোস্তাফিজার রহমান,উপজেলা ভাইচ চেয়ারম্যান নিরাঞ্জন মহন্ত, ও উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল ইসলাম সহ প্রমূখ। 

 উপজেলার  সমবায় কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান উপজেলা সমবায় সমিতি রয়েছে ৬৬১ টি প্রাথমিক সমবায় সমিতির সদস্য সংখ্যা ৪০,৬৭৩ জন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024