আশাশুনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, হাজী আবু দাউদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, নির্বাচন অফিসার কামরুজ্জামান সিকদার, এসআই আবু হানিফ প্রমুখ বক্তব্য রাখেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024