‘ সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যের আলোকে ঈশ্বরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নিবেদিতা কর। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহাকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, ইউপি চেয়ারম্যান আবু হানিফা, প্রেসক্লাবের সাবেক সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা  মোর্শেদ আলী খান, সমবায়ী দোলামিন মিয়া, দেলোয়ারা বেগম ও জুয়েল মিয়া।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024