|
Date: 2023-11-04 11:30:29 |
যশোরের অভয়নগরে জাতীয় সমবায় দিবসে র্্যালী ও আলোচনা ও সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ ও সমবায়বৃন্দের আয়োজনে এ দিবসের র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সহকারী কমিশনার ভূমি থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
এসময় আরও বক্তব্য রাখেন সমবায় অফিসার ওবায়দুজ্জামান, তথ্য প্রোগ্রামার অফিসার আহসান কবিরসহ সরকারি দপ্তরের কমকর্তা বৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অভয়নগর ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মিজানুর রহমান, শতদল সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি লিমিটেডের প্রতিনিধি তৌহিদুল ইসলাম, শিক্ষক কর্মচারী সমিতির প্রতিনিধি মাকসুদা পারভীন , ম্যানেজার সমবায় সমিতি মরেন্দ্র নারায়ণ প্রমুখ।
© Deshchitro 2024