রাজশাহী জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা জিন্নাত আলী (৫৭) সহ বিস্ফোরক আইনে বিএনপি ও জামায়াতের ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) বিকালে বাঘা উপজেলার আমোদপুর গ্রামের নিজ বাড়ি থেকে জিন্নাত আলীকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া বিস্ফোরক আইনে বিএনপি ও জামায়াতের আরো ৫জনকে গত রাতে আটক করা হয়। আটককৃতরা হলেন সরেরহাট গ্রামের মৃত আবদুল কুদ্দুস সরকারের ছেলে সাগর আলী সরকার (২৩), কলি গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মনিরুজ্জামান (৪২),ছারেত মন্ডলের ছেলে মামুন মন্ডল (৩৩), রফিকুল আলীর ছেলে রব্বেল আলী (৩৫) ও মুর্শিদপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জীবন আলী (২৪) কে আটক করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, ১৯০৮ সালের বিস্ফোরক আইন (সংশোধনী (২০০২) আইনে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024