জয়পুরহাটের আক্কেলপুরে তিতুমীর এক্সপ্রেসের ধাক্কায় মনি খাতুন (৩০) নামের এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ নভেম্বর‌) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার হাস্তাবসন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওই নারী উপজেলার সোনামুখি ইউনিয়নের গণিপুর গ্রামের মোজাহার আলীর মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই নারী ট্রেন আসার আগে রেলওয়ের সেতু পার হচ্ছিলেন। চালক হর্ন দিলেও দ্রুত সেতু পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই নিহত হয়।

ট্রেন যাত্রী হারুনুর রশিদ বলেন, আমি রাজশাহী থেকে আক্কেলপুর আসছিলাম। ট্রেনের চালক ক্রমাগত হর্ন বাজাচ্ছিলেন এবং গতি কমিয়েছিলেন। পরে দেখলাম একটি মেয়ে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

ট্রেন যাত্রী হারুনুর রশিদ বলেন, আমি রাজশাহী থেকে আক্কেলপুর আসছিলাম। ট্রেনের চালক ক্রমাগত হর্ন বাজাচ্ছিলেন এবং গতি কমিয়েছিলেন। পরে দেখলাম একটি মেয়ে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার খাতিজা খাতুন বলেন, আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ১০টা ২৫ মিনিটে স্টেশনে প্রবেশ করে। এক নারী ওই ট্রেনে কাটা পড়েছে বলে তাৎক্ষণিক জানতে পারি।

শান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যুর বিষয়ে খবর পেয়েছি। ঘটনাস্থলে এক পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। আইনগত পক্রিয়ার মাধ্যমে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023