|
Date: 2023-11-04 15:20:37 |
শেরপুরের ঝিনাইগাতীতে “পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ শ্লোগানকে সামনে রেখে ৪ নভেম্বর শনিবার কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপিত হয়েছে। ঝিনাইগাতী থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে থানা চত্ত্বর থেকে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে থানা ভবনের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম। অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুইয়া’র সভাপতিত্বে ও এসআই রাজীব ভৌমিকের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনারুল্লাহ আনোয়ার, সাধারণ সম্পাদক একেএম বেলায়েত হোসেনসহ আরো অনেকেই। এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী থানার বিভিন্ন ইউনিয়নের পুলিশিং কমিউনিটির সদস্য।
© Deshchitro 2024