কুড়িগ্রামের চিলমারীতে "সাপ্তাহিক জনপ্রাণ" পত্রিকার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ প্রতি ষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীতে সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সাওরাত হোসেন সোহেলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, পত্রিকাটির সম্পাদক শ্রীঃ শ্যামল কুমার বর্মন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারেছুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এরপর উপজেলার বিভিন্ন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, পত্রিকার স্টাফদের মাঝে পত্রিকার আইডি কার্ড ও সংবাদ সংগ্রহে অবদান রাখায় (সাংবাদিক) মোঃ হাবিবুর রহমান কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024