|
Date: 2023-11-04 17:21:48 |
মুন্সি শাহা্ব উদ্দিন ( চট্টগ্রাম-লোহাগাড়া)ঃ- আজ সারা দেশে পালিত হল কমিউনিটি পুলিশিং ডে ২০২৩। সেই হিসাবে লোহাগাড়ায় পালিত হল দিবটি। দিবটি পালন উপলক্ষ্যে লোহাগাড়া থানার ওসি জনাব রাশেদুল ইসলামের নেতৃত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। র্যালিটি থানার উত্তর পার্শ্বে থানা রাস্তার মাথা পর্য্যন্ত প্রদক্ষিণ করে এবং পুনরায় থানার কম্পাউন্ডে ফেরত আসে আর আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, লোহাগাড়া থানার ওসি জনাব রাশেদুল ইসলাম সাহেব। অনুষ্টানের সঞ্চালক ছিলেন, থানার সেকেন্ড অফিসার হীরু। অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শিবলী নোমান সাহেব, লোহাগাড়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল সবুর, আধুনগর ইউ,পি সদস্য আব্দুল মন্নান, জয়নুল আবেদীন জনু, মহিলা সদস্য সাজেদা বেগম। উপস্থিথ ছিলেন, লোহাগাড়া থানার এস আই, জাহাঙ্গীর আলম, এস আই জেসমিন আক্তার, এস আই মোজাম্মেল হক, এ এস রাশেদ, এ এস আই আবদুল হালিম, আমিরাবাদ ইউ,পি সদস্য শরফু সিকদার, বড়হাতিয়া ইউ,পি সদস্য কায়সার হাসান, সুনিল সরকার, ্ ব্যবসায়ী আব্দুল মালেক প্রমুখ।
মূলতঃ কমি্উনিটি পুলিশিং একটি প্রতিরোধমূলক পুলিশি ব্যবস্থা। এই ব্যবস্থায় অপরাধের কারণগুলো অনুসন্ধান করে সেগুলো দুর করার পদক্ষেপ গ্রহণ করা হয়। অপরাধের কারণগুলো দুর করা যেহেতু পুলিশের একার পক্ষে সম্ভব নয় তাই এই কাজে অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্টানের সাতে অংশীদারিত্ব প্রতিষ্টা করা হয়। কমিউনিটি পুলিশিং ব্যবস্থার মাধ্যমে পুলিশ জনগণকে নিজ নিজ এলাকার অপরাধগুলো প্রতিরোধ করতে পারে তার জন্য আইনী পরামর্শ দেওয়া, অপরাধ সম্পর্কে সচেতন করা, অপরাধ কর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য বা পরামর্শ দেওয়া ইত্যাদির মাধ্যমে ক্ষমতায়ন করে।
© Deshchitro 2024