বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সকাল-সন্ধ্যা ২য় দফার অবরোধের প্রথম দিনে বিক্ষোভ মিছিল করেছে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি।

রবিবার (০৫ নভেম্বর) সকাল ৮টায় নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই বিক্ষোভ মিছিল করে। 

মিছিলটি ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে নয়মাইল বাসস্ট্যান্ডে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়ে গাড়ি ভাঙচুর শুরু করলে সেখানে শাজাহানপুর থানা পুলিশ উপস্থিতি হয়। পুলিশের উপস্থিতি দেখে বিএনপি নেতাকর্মীরা মহাসড়ক ছেড়েদিয়ে চলে যায়। 

বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, বিএনপি নেতা আব্দুল হাকিম, ইদ্রিস আলী সাকিদার, আতাহার আলী কাইয়ুম, রেজাউল করিম রেজা সহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024