সিরাজগঞ্জে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি ড. জান্নাত আরা হেনরী  সাধারন সম্পাদক হিসেবে নূরে  আলম খান হীরাকে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে৷

শনিবার (৪ নভেম্বর) রাত ৮ টায়  সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে দ্বি বার্ষিক জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত থেকে, প্রশিক্ষণ প্রদান ও সংগীত পরিবেশন করেন, দেশবরেণ্য সঙ্গীত শিল্পী বুলবুল ইসলাম, শারমিন সাথী ইসলাম, লিলি ইসলামসহ সিরাজগঞ্জের গুণী শিল্পীরা
১৯৭৯ সালে শিল্পী জাহিদুর রহিমের প্রয়াণ দিবসে কাজ শুরু হয়েছিল 'জাহিদুর রহিম স্মৃতি পরিষদ'-এর। দেশব্যাপী বৃহত্তর পরিসরে কর্মকান্ড পরিচালনা করার লক্ষ্য নিয়ে পরবর্তীকালে বাঙালির চিরকালের সঙ্গী রবীন্দ্রনাথের নাম যুক্ত করে সংগঠনের নাম করা হয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ও সমাজ সেবক শিক্ষানুরাগী ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি বলেন,  একটি সংগঠনের মাধ্যমে সমাজে অনেক ভালো কাজ করা সম্ভব সংগঠনের মূল লক্ষ্য সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করে বাঙালির জাতীয় সংস্কৃতির সুষ্ঠু ও স্বাভাবিক বিকাশের ধারাকে সমৃদ্ধ ও গতিশীল করে তোলার উদ্দেশ্যে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা আমাকে জাতীয় রবীন্দ্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মনোনিত করায় আমি  এই রবীন্দ্র পরিষদের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি একে সাথে আগামী দিনগুলোতে সাংস্কৃতিক কর্মকান্ড করে যাবো।  
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024