উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডোমারে ‘নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে আজ।

রবিবার (৫ই নভেম্বর) দুপুর ২টায় উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নীলফামারী জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনী কান্ত রায়।

নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায়ের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মোঃ শামসুল আলম।

কর্মসূচিতে জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং খাদ্যের নিরাপত্তা নিশ্চিত কল্পে খাদ্যে ভেজাল প্রতিরোধ সহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ দ্রব্য (যেমব- রং, শাল্টু) মিশ্রিত খাদ্য না খাওয়ার বিষয়ে সকলকে সচেতন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ), স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান।

সচেতনতামূলক কর্মসূচিতে সোনারায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024