|
Date: 2023-11-05 09:15:19 |
শ্যামনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলার সুন্দরবন সংলগ্ন উপজেলা শ্যামনগরে পানিতে ডুবে আব্দুল্লাহ নামে তিন বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার পদ্মপুকুর ইউপির পাতাখালী গ্রামে ঘটনাটি ঘটে। শিশুটি পাতাখালী গ্রামের মোঃ নূর আলম সরদারের পুত্র।
প্রতিবেশী সালাউদ্দিন জানান, দুপুরের দিকে বাড়ীর নিকটবর্তী পুকুর পাড়ে শিশু আব্দুল্লাহ খেলা করতে যেয়ে কখন পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ীর লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে তার ভাসমান দেহ দেখতে পেয়ে উদ্ধার করে ।
জানা যায়, নিকটবর্তী কোন স্বাস্থ্য কেন্দ্র না থাকায় গ্রাম্য চিকিৎসকের নিকট শিশুটিকে নিয়ে গেলে তিনি পরীক্ষা নিরিক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পদ্মপুকুর ইউপি সদস্য জাহানারা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© Deshchitro 2024