|
Date: 2023-11-05 10:47:53 |
শ্রেষ্ঠ সমবায় নারী উদ্যোক্তার সম্মাননা পেল শ্যামনগরের নকশীকাঁথা মহিলা সমবায় সমিতি
রনজিৎ বর্মন শ্যামনগর উপেজলা প্রতিনিধি ঃ জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় নারী উদ্যোক্তার সম্মাননা পেল শ্যামনগর উপজেলার নকশীকাঁথা সমবায় সমিতি লিমিটেড।
'সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' এই শ্লোগানকে সামনে রেখে শ্যামনগর উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে ৪ নভেম্বর ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে ।
জাতীয় সমবায় দিবসে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। এ অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ সমবায় নারী উদ্যোক্তা হিসাবে নকশীকাঁথা মহিলা সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান করা হয়। সংগঠনটির পক্ষে সম্মাননা গ্রহণ করেন নকশীকাঁথা সমবায় সমিতির পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী। জানা যায়, উপজেলায় সমবায় সমিতির সংখ্যা ৪৯০টি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার, সাবেক অধ্য জিএম ওসমান গনি প্রমুখ।
নকশীকাঁথা সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে কর্ম এলাকায় নারী ও শিশু উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। সংগঠনের পরিচালক জানান, ছোট ছোট নারী সমবায় সমিতি প্রতিষ্ঠা করে নারীদেরকে আত্ননির্ভরশীল করার লক্ষে কাজ করে যাচ্ছেন।
ছবি- শ্যামনগরে সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় নারী উদ্যোক্তার সম্মাননা গ্রহণ করছেন নকশীকাঁথা সমবায় সমিতির পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী।
© Deshchitro 2024