উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক‌্যাম্পসহ সর্বত্র এক ভয়াবহ নেট ওয়ার্কের (অনলাইন জোয়া) ওয়ানএক্স বিটেসহ বিভিন্ন জোয়ার এ্যাপস'র ছায়াতলে হাজারও ছাত্র, যুবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জিবন ধবংস করছে মাষ্টার এজেন্ড ক‌্যাসিনো রোহিঙ্গা সম্রাট আমিন বলি। 


পুরো রেজিষ্ট্রাট ক‌্যাম্প ও কুতুপালং বাজার জুড়ে অনলাইন ক‌্যাসিনো সম্রাট রোহিঙ্গা আমিন বলি'র মাধ‌্যমে অনলাইন জোয়ার টাকা লেনদেন করার অভিযোগ উঠেছে। এই অনলাইন জোয়ার প্রভাবের কারনে টাকা যোগার করতে গিয়ে নানান অপরাধে জড়িয়ে পড়ছে স্কুল কলেজে পড়ুয়া ছাত্র ও রোহিঙ্গা যুবকরা। আবার কেও কেও জোয়ার টাকা জোগার করতে গিয়ে জড়িয়ে পড়ছে অপহরন ও খুনের ঘটনায়ও যা দুঃখজনক , এই অনলাই জোয়ার মাষ্টার এজেন্ড রোহিঙ্গা আমিন বলি'কে গ্রেফতারের জন‌্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছে সুশিল সমাজ। 


এক অনুসন্ধানে উঠে এসেছে ক‌্যাসিনো সম্রাট রোহিঙ্গা আমিন বলি'র আরো চাঞ্চল‌্যকর তথ‌্য, বাজার এলাকা ও ক‌্যাম্প জুড়ে তার এমন অপরাধে ভয়ে কেউ মুখ নাখুললেও একাধিক রোহিঙ্গা এসব তথ‌্য নিশ্চিত করেছেন। এবং রোহিঙ্গা ক‌্যাসিনো সম্রাট আমিন বলির গ্রেফতার দাবি করছে রোহিঙ্গারা। 


এসব অনলাইন ক‌্যাসিনোর আসক্ত হয়ে স্কুল কলেজে পড়ুয়া ছাত্র থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ও রোহিঙ্গারা জড়াচ্ছে এসব অনলাইন জোয়ায়। এই অনলাইন জোয়া বন্ধ না করলে রোহিঙ্গাসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এক সময় ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হবে বলে আসংকা করছে সুশিল সমাজ। 


 

অন‌্যদিকে স্থানীয় এক কলেজ পড়ুয়া ছেলে নাম প্রকাশ নাকরার শর্তে অভিযোগ করে এ প্রতিবেদককে বলেন, অনলাইন ক‌্যাসিনো সম্রাট রোহিঙ্গা আমিন বলি এখন ক‌্যাসিনো সম্রাট হিসাবে নিজেকে প্রতিষ্টা করে ফেলেছে। জনমনে এখন একটাই প্রশ্ন নতুন রোহিঙ্গা ক‌্যাসিনো সম্রাট আমিন বলি এভাবে রোহিঙ্গা যুবক ও ছাত্রদের জীবন নষ্ট করার দুঃসাহস সে কেমনে পাই।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024