|
Date: 2023-11-06 05:32:15 |
যশোরের অভয়নগর উপজেলার সনামধন্য বিদ্যাপিঠ মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন শীর্ষক মতবিনিময় ও সচেতন অভিভাবক মনোনিত প্যানেলের সদস্য পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে ৷
রবিবার সান্ধায় উপজেলার পুড়াখালী ফকির বাগান এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। ৯ নভেম্বর ২০২৩ তারিখের নির্বাচনকে সামনে রেখে জিউর রহমানের সঞ্চালনায়, মনিরুজ্জামান সেলিমের সভাপতিত্বে এই আলোচনা সভায়
মথুরাপুর পুড়াখালী, দিঘীরপাড়, হরিশপুর, পাথালিয়া ও শ্রীধরপুর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে জাকির হোসেন মোল্লা- পাথালিয়া, মোঃ জাকির হাসান -পুড়াখালী, মোঃ জাহিদুল ইসলাম -দিঘীরপাড়, মোঃ ফিরোজ আহমেদ পুড়াখালী সংরক্ষিত মহিলা সদস্য- রহিমা বেগম এর একটি প্যানেলের নির্বাচনী ইসতেহার প্রকাশ করা হয়। এতে বলা শিক্ষার মান উন্নয়ন, গরিব শিক্ষার্থীদের বেতন মওকুফ, মাদকমুক্ত সুষ্ঠ শিক্ষার ব্যবস্থা,ছাত্রীদের কমনরুম ও বাথরুমের ব্যবস্থা,স্কুলের শিক্ষক/শিক্ষিকাদের পরিপূর্ণ সম্মান ও মর্যাদা রক্ষা করা, শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক খোঁজখবর রাখা ও অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম মল্লিক, হাদিউজ্জামান মল্লিক, ইউপি সদস্য নাদিম তরফদার, প্রক্তন ইউপি সদস্য মফিজ উদ্দিন মোড়ল, কল্লোল মোড়ল, মোঃ রফিকুল ইসলাম, আরো বক্তব্য রাখেন দাউদ মেল্যা, জিন্নাহ মোল্যা,মনিরুজ্জামান খোকন,শফিয়ার রহমান শেখ, আজিজুর রহমান, বাবুল মেড়ল, রহিম শেখ, নজির সরদার,উজ্জল গাজী, মাসুদ মেল্যা প্রমুখ। বক্তারা বর্তমান সময়ে দায়িত্বে থাকা কমিটির কঠর সমালোচনা করেন, স্কুলকে বাচাতে সকলকে এগিয়ে আসতে হবে, নিয়োগ বাণিজ্য বন্ধসহ, মাদকমুক্ত সুষ্ঠ শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ব্যক্ত করেন।
© Deshchitro 2024