ঢাকার ধামরাইয়ে একটি স্কুলবাসসহ দুটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করে ধামরাই থানা পুলিশ।


মঙ্গলবার ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- মো. রাকিব হাসান, মোর্শেদুল ইসলাম ও মো. মোস্তফা। তারা তিন জনই ধামরাই উপজেলার বাসিন্দা।


পুলিশ জানায়, বিএনপি সমর্থকরা শ্রীরামপুর এলাকায় জড়ো হয়। সেখানে তারা আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাস ও আরেকটি যাত্রীবাহী বাস ভাংচুর করে তারা । তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


ধামরাই থানার (ওসি) হারুন অর রশিদ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে ভাংচুরকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এ সময় তিন জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024