|
Date: 2022-10-07 02:51:17 |
◾ আন্তর্জাতিক ডেস্ক
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি শিশুকেন্দ্রে বন্দুক হামলায় ৩৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে নংবুয়া লাম্পু প্রদেশের উথাই সাওয়ান সাব-ডিস্ট্রিক্টের কাছে একটি শিশুসেবা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
থাই পুলিশ নিহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে, পানইয়া কামরাব নামে ওই বন্দুকধারী একজন সাবেক পুলিশ কর্মকর্তা। তার বয়স ৩৪ বছর।
এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, সে চার দরজাযুক্ত পিকআপ ট্রাক চালিয়ে আসছিল। পুলিশ বলছে, এখন পর্যন্ত ৩৪ জনের নিহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্কও রয়েছেন।
এর আগে পুলিশের উপ-মুখপাত্র আর্চন ক্রাইটং বলেন, এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। তবে বিশদ তথ্য এখনও পাওয়া যায়নি।
পুলিশের মুখপাত্র জানান, একটি প্রি-স্কুল চাইল্ড ডে কেয়ার সেন্টারে এলোপাতাড়ি গুলি চালালে এ ঘটনা ঘটে। বন্দুকধারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ইন্ডিয়া ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ বলছে, ঘটনার পর হামলাকারী পলাতক রয়েছে। ওই ব্যক্তি গুলির পাশাপাশি ছুরিকাঘাতও করেছে। এ হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়।
সরকারের একজন মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী সব সংস্থাকে পদক্ষেপ নিতে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য সতর্ক করেছেন।
২০২০ সালে এক ব্যক্তির বন্দুক হামলা ছাড়া থাইল্যান্ডে এমন ঘটনা বিরল। সে সময়ে সম্পত্তি সংক্রান্ত আইন নিয়ে ক্ষুব্ধ একজন সেনার চার স্থানে বন্দুক হামলায় অন্তত ২৯ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছিলেন।
© Deshchitro 2024