◾ বিনোদন ডেস্ক 


‘বাহুবলী’ খ্যাত প্রভাসের সিনেমা মানেই যেন ভক্তদের কাছে ভিন্নরকম উন্মাদনা। এ তারকার নতুন ছবি ‘আদিপুরুষ’। মহাকব্যিক রাম-রাবণের যুদ্ধ সিনেমাটির প্রেক্ষাপট। এটি নির্মাণ করেছেন ওম প্রকাশ।


এরইমধ্যে সিনেমাটির ট্রেলার ঘিরে চলছে বিভিন্ন আলোচনা-সমালোচনা। তবে এতকিছুর মধ্যে নির্মাতা ওম প্রকাশ ঘোষণা দিলেন, থ্রিডি ভার্সনেও দেখা যাবে ‘আদিপুরুষ’। গত ৯ সেপ্টেম্বর সিনেমাটি ঘিরে মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সেখানে উপস্থিত ছিলেন প্রভাস, কৃতি শ্যানন ও সাইফ আলী খান। নির্মাতা ওম জানান, ‘ছবিটি ঘিরে বিভিন্ন সমালোচনা আমাদের চোখ এড়ায়নি। ভক্তদের উর্দ্দ্যেশে বলতে চাই, সিনেমা দেখার পর এইসব সমালোচনা আর কারও মনে থাকবে না। পাশাপাশি থ্রিডি ভার্সন সিনেমাটিকে নতুন মাত্রা দেবে।’


এদিকে ছবিটিকে ঘিরে শুরু হয়েছে নতুন সমালোচনা। রামের রাজ্য ‘অযোধ্যা’র প্রেক্ষাপট অনেকাংশে সিনেমাতে দেখা যাবে। এবার সেই অযোধ্যার প্রধান পুরোহিত সত্যেন্দ্রনাথ দাস ছবিটিকে নিয়ে করলেন নেতিবাচক মন্তব্য। একটি ভারতায় গণমাধ্যমেকে জানান, এই ছবিতে চরিত্রদের, বিশেষ করে রাবণের সাজ দেখে মনে হচ্ছে না এটা কোনো পুরাণের গল্প।


বরং সাজ দেখে মনে হচ্ছে যেন মোঘল আমলের গল্প। রাম এবং হনুমান চরিত্রের আচরণেও অসঙ্গতি দেখা যাচ্ছে বলে তার মত। ইতিহাস বিকৃতির পর ‘আদিপুরুষ’ কোনোভাবেই মুক্তি পাক, তা চান না তিনি।


এর আগে বিজেপি মুখপাত্র মালবিকা অবিনাশ ‘আদিপুরুষ’ নিয়ে জানিয়েছিলেন, কোনো রকম গবেষণা না করেই রামায়ণ অবলম্বনে ছবি নির্মাণ রতে শুরু করেছেন নির্মাতারা। যা মুর্খামির নজির। বিশেষ করে রাবণ চরিত্রের নির্মাণের সময় অনেক বেশি যত্নবান হওয়া উচিত ছিল বলে তার দাবি। 


মালবিকা আরও বলেন, ‘ছবিতে যে রাবণকে আকাশে উড়তে দেখা যাচ্ছে, সে আদৌ ভারতীয়? চোখে নীল মেকআপ, চামড়ার জ্যাকেট পরা ও কী মূর্তি! এটা আমাদের ইতিহাস যা তারা তুলে ধরতে চলেছেন? কেবলমাত্র সৃষ্টির অধিকার আছে বলেই যা খুশি করা যায় না বোধ হয়।’ 


অন্যদিকে বিজেপির নেতা নরোত্তম বলেন, ‘হনুমানজি চামড়ার জামাকাপড় পরে আছেন। মহাকাব্যে তার পোশাক আলাদা ছিল। এভাবে ধর্মীয় মূল্যবোধে আঘাত করে বিতর্ক তৈরি করার কোনো মানে হয় না। আমি একটা চিঠি লিখে দিচ্ছি ওম রাওতকে। এ ধরনের অদ্ভুত দৃশ্য না সরালে আইনি পদক্ষেপ নেবো আমরা।’


গত ২ অক্টোবর, ‘আদিপুরুষ’ -এর ঝলকে রাবণের লুক প্রকাশ্যে আসতে ক্ষুব্ধ হয়েছেন দর্শক। সাইফের চেহারা বাবর, অওরঙ্গজেব কিংবা নিদেনপক্ষে তৈমুরের মতো মুঘল যোদ্ধার মতো হতে পারে। কিন্তু রাবণ যে কোনোভাবেই এমন দেখতে হতে পারে না- এমন অভিমত অনেকের।  


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023