কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে জাগির হোসেন নামে এক বিএনপি নেতা নিহতের দাবী করছে জেলা বিএনপি। এই হত্যার প্রতিবাদে বুধবার কক্সবাজারে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।






কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না মঙ্গলবার বিকেলে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কক্সবাজারের উখিয়ায় গত ৫ নভেম্বর রাতে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর বাসায় আইন শৃংখলা বাহিনী অভিযান চালায়। এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে আইন শৃংখলা বাহিনীর সংঘর্ষ বাঁধলে ৩ জন বিএনপি নেতা-কর্মী গুরুতর আহত হয়।



পরে আহতদের মধ্যে স্হানীয় বিএনপি নেতা জাগির হোসেন (৩৭) মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত জাগির হোসেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্নাশিয়া গ্রামের মোহাম্মদ আলমের পুত্র এবং সাবেক যুবদল নেতা ও বর্তমান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সহ সাংগঠনিক সম্পাদক।


বিবৃতিতে নেতৃবৃন্দ,নেতা-কর্মীদের উপর গুলি চালিয়ে নিহত করার প্রতিবাদে কক্সবাজার জেলায় বুধবার সকাল সন্ধ্য হরতালের ঘোষণা দেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, এ ছাড়া গত ২৮ অক্টোবরের পরে বিভিন্ন থানায় মামলা দিয়ে ৫৫ জন বিএনপি নেতা কর্মীকে গ্রেফতার করেছে।


গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী জানান, “একটা মানুষ মারা গেছে, হরতাল দিয়ে এ কর্মীকে সম্মান জানানো দরকার।মূলত সেজন্য হরতাল ডাকা হয়েছে।”



কার গুলিতে মারা গেছে বা কারা তাকে গুলি করেছে তা জানতে চাইলে শাহজাহান চৌধুরী বলেন, “সেইদিন যৌথভাবে অভিযান চালানো হয়েছে। এখন স্পষ্ট করে বলা মুশকিল কার গুলিতে মারা গেছে। এটা তদন্ত সাপেক্ষ বিষয়।”

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024