যশোরের অভয়নগরে বাঘুটিয়া ইউনিয়নের মধ্যপুর গ্রামের মোঃ রাশেদ আলী শেখ, দীর্ঘ  ২৩ বছর যাবৎ  পায়ে হেটে, বাইসাইকেল, ভ্যানগাড়ি, মোটরসাইকেল , মিশুকে  করে প্রচার মাইকের মাধ্যমে  সুলভ মূল্যে গ্যাস লাইট সারাই করা, গ্যাস ভরা, গ্যাস ভরা, গ্যাসের চুলা মেরামত  ,পেশার কুকার মেরামত,  ইলেকট্রনিক ফাংশনের কাজ,জ্যাকেটের চেন লাগানো,  ব্যাগ সেলাই চেন লাগানো, এছাড়া মানুষের দৈনন্দন জীবনের নিত্য প্রয়েজনীয়  জিনিস যেমন ঝাটার খিল, পিড়া বেলুন, ধান টানা পাটা সহ বিভিন্ন জিনিসপত্র বিক্রয় করে থাকেন।  যা মানুষ ঘরে বসে সেবা পায়। বর্তমানে তিনি একলক্ষ ষাট হাজার  টাকা দিয়ে ৪ আসন বিশিষ্ট ২১৭ সিসি দৃষ্টিনন্দন একটি মিনি প্রাইভেট কার ক্রয় করে রীতিমতো এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন,গাড়িটি পুরাতন হলেও  সঙ্গে আছে গাড়ির বৈধ কাগজপত্র, করেছেন ড্রাইভিং লাইসেন্স, তিনি বলেন,আমি গাড়ি নিয়ে বের হলে উৎসুক জনতা আমার কাছে জানতে চাই, এত সুন্দর গাড়ি কোথায় পেয়েছি, কত দাম, কোথায় পাবো, কথা শুনে বেশ আমার ভালই লাগে । রাশেদের গাড়ির ভিতরে রয়েছে জিনিসপত্র মেরামতের  প্রয়োজনীয় যন্ত্রপাতি, রয়েছে হাতে চালানো সেলাই মেশিন, গ্যাসের চুলা সারায়ের জন্য সঙ্গে রয়েছে গ্যাস সিলিন্ডার সহ যাবতীয় যন্ত্রপাতি। রাশেদ বলেন প্রতিদিন খরচ বাদে গড়ে  প্রায় ৫০০ টাকা মত আয় হয়।তিনি বলেন এলাকার রাস্তাঘাট ভালো হয়ে গেলে একটি গ্যারেজ করে ভবিষ্যতে এই গাড়ির মিস্ত্রি হওয়ার ইচ্ছা, অন্যান্য গাড়ি ও থাকবে, এছাড়া জীবনের শেষ ইচ্ছা  হজ্জ করা, আল্লাহ যেন সহায় থাকেন। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024