|
Date: 2023-11-08 07:36:23 |
ফেসবুক স্ট্যাটাস নিয়ে কথা কাটাকাটির ঘটনায় যুবক-কে কুপিয়ে হত্যা : গ্রেফতার ১
মৌলভীবাজারে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে কথা কাটাকাটির জেরে রেজাউল করিম নাঈম (২১) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। এ ঘটনায় সোহান নামে একজনকে আটক করেছে পুলিশ।নিহত রেজাউল করিম নাঈম মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার ছেলে।
বুধবার (৮ নভেম্বর) মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনা ও আটকের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের চেরাগ মিয়ার ছেলে। নাঈম এ বছর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে।
নিহতের মামা শাহরুখ মিয়া বলেন, মঙ্গলবার বিকালে নাঈমের ফেসবুকে একটি স্ট্যাটাস নিয়ে প্রতিবেশী রনি নামের এক তরুণের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর রনি ও তার বাবা নুরুল মিয়াসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাঈমের বাড়ি এসে বাবা-মায়ের সামনেই তাকে কুপিয়ে পালিয়ে যায়। এরপর নাঈমকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপালে নেওয়ার পথে নাঈমের মৃত্যু হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে জানান, ‘নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সোহান নামের একজনকে আটক করা হয়েছে। অভিযোগ আছে প্রতিবেশীদের দেশীয় অস্ত্রের আঘাতে নাঈমের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
© Deshchitro 2024