|
Date: 2023-11-08 16:25:42 |
খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কুষ্টিয়া -১ দৌলতপুর আসনের মাননীয় সংসদ সদস্য অ্যঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ মহোদয়ের শান্তি সমাবেশ মহাসমাবেশ পরিনত হয়। জনসমুদ্রের কারণে মথুরাপুর থেকে হোসেনাবাদ, মথুরাপুর থেকে ডাংমড়কা, মথুরাপুর স্কুল বাজার থেকে বড়বাজার ও মথুরাপুর থেকে মশাউড়া পর্যন্ত জনগণের উপচে পড়া ভিড় প্রমান করলো এমপি বাদশাহ্ ও নৌকা কতটা জনগনের কাছে জনপ্রিয়। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতি মানুষের আস্থা অবিচল তারই বহিঃপ্রকাশ আজকের শান্তি সমাবেশে। বিকাল ৩:০০ টা পরপরই গণমানুষের জোয়ারে মথুরাপুর স্কুল মাঠ কানাই কানাই পরিপূর্ণ হয়ে যায়। বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের প্রতিবাদের কারণেই জনসমুদ্রে রূপ নেয়।
শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা অ্যাড. আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক, জনাব শরীফ উদ্দিন রিমন সহ-সভাপতি টিপু নেওয়াজ, শেলী দেওয়ান, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুনসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ১৪ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ। দৌলতপুরের মাটিতে নৌকার গনজোয়ার তৃণমূলে আওয়ামীলীগ কতটা শক্তিশালী তারই জানান দিলো আজকের শান্তি সমাবেশে।
© Deshchitro 2024