প্রিন্ট নিউজ
মোঃ কাজী এহসানুল হক জিহাদ - রিপোর্টার
Date: 2023-11-08 17:19:43
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "তোমায় দেখার ইচ্ছে”
কবিতা
তোমায় দেখার ইচ্ছে...।
কবিতাঃ লেখক কাজী এহসানুল হক জিহাদ।
তোমারে দেখার
স্বাদ জাগে
কাল ভোরে এসো তুমি
লাল শাড়ী জরিয়ে...।
কাজল চোখে
একটু চোখ মেরে যেও
লিপস্টিক মাখা লাল ঠোঁটে
একটু হাঁসি দিয়ে যেও...।
বহুদিন দেখিনা তোমায়
সে দেখেছিলাম কবে যেনো
মনে পড়ছেনা
তবে মনে আছে
দেখাটা ছিলো ক্ষনিকের...।
কোনো এক জোস্নাস্নাত রাতে
একটু আলাপচারিতায় ছিলাম
পরক্ষণেই বিদায় জানালে
অতঃপর আর দেখা হলোনা...।
তোমারে দেখিবার জন্য
হৃদয়ের তৃষ্ণা মেটেনা
একবার যদি দেখা না পাই
তবে কিছুতেই তৃপ্তি হবেনা...।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন | সম্পাদক : ওয়াহিদুজ্জামান
© Deshchitro 2024