|
Date: 2023-11-09 08:22:06 |
বিএনপি -জামায়াত হরতাল ডাকার প্রতিবাদে গোয়ালন্দ সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।
রাজবাড়ী প্রতিনিধিঃ
হরতাল ,অবরোধ ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে গোয়ালন্দে সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ।
বিএনপি জামায়াতের হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগ।
৯ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশক্রমে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ক্যাম্পাস হতে বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি গোয়ালন্দ বাসস্ট্যান্ড এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর পর সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিল্পব ঘোষ , পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো: নজরুল ইসলাম মন্ডল , পৌর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল ,উপজেলা আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদক হুমায়ন কবির পলাশ ,গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন , গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয় ।
সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ বাবু মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক রিয়ান রনি, দপ্তর সম্পাদক সামিউল আলম, ছোট ভাকলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ রাকিব হোসেন , দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আদর শাকিল, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ইলিয়াস শেখ, সোহাগ প্রমানিক ও যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম ,রাসেল প্রমানিক সাংগঠনিক সম্পাদক মৃদুল হোসেন ,দপ্তর সম্পাদক তীব্র রাহা সহ কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল বলেন ,সন্ত্রাস-সহিংসতা-অগ্নিসংযোগের মাধ্যমে যারা তারুণ্যের অগ্রযাত্রা যারা রোধ করে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ যারা বিঘ্নিত করতে চায়। যারা আপনার স্বপ্ন নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায় তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা মাঠে নেমেছে।তিনি আরো বলেন, অবরোধ নামের এই প্রহসন যদি চলতে থাকে, শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলার ছাত্রসমাজ তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিবে ।
গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তুহিন দেওয়ান বলেন, ছাত্রলীগের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই এই দেশে আগুন সন্ত্রাস, বোমাবাজি, ককটেল বাজি, অবৈধ অবরোধ, হরতাল, খালেদা জিয়ার শাসন আর চলবে না। । আমরা রাজপথে আছি রাজ পথেই থাকবো পূনরায় জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে ঘরে ফিরবো।
© Deshchitro 2024