|
Date: 2023-11-09 08:36:15 |
কলমাকান্দায় কৃষকদের মাঝে শীতকালীন বীজ বিতরন
মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় কৃষকদের মাঝো শীতকালীন বীজ বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) উপজেলায় কর্মরত বে-সরকারী গবেষণা ও উন্নয়ন সংস্থা "বারসিক) এর সহযোগীতায় কৃষকদের মাঝে শীতকালীন বীজ বিতরন করা হয়েছে।
এসময় উপজেলার রংছাতী, খারনৈ, নাজিরপুর ইউনিয়নের তারানগর কমিউনিটি বীজ ব্যাংক, বাঘবের কমিউনিটি বীজ ব্যাংকের উদ্যোগে ৩৯০ জন কৃষক-কৃষাণীর মাঝে ১৭
জাতের শীতকালীন শাক-সব্জির বীজ বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুর খান, মোঃ জিয়া উল হক,বীর মুক্তিযোদ্ধা বদিন জাম্বিল, লেংগুরা ইউপি সদস্য জুলেখা খাতুন, আদর্শ কৃষক মতি ঘাগ্রা, বারসিকের কর্মসূচী কর্মকর্তা গুঞ্জন রেমা ও কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু প্রমুখ।
© Deshchitro 2024