কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিনব কৌশলে মোটরসাইকেলের ট্যাংকির ভিতর ৪৫ বোতল ফেন্সিডিল ঢুকিয়ে পাচারের সময় মোটরসাইকেলসহ ফেন্সিডিলগুলো জব্দ করেছে থানা পুলিশ। 

পুলিশ জানায়, বুধবার রাতে ফুলবাড়ী থানার পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি (খারাপাড়া) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ১টি মোটরসাইকেলের ট্যাংকির ভেতরে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ৪৫ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ নিশ্চিত করে জানান, এ বিষয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং জরিতদের চিন্হিত করে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে। ফুলবাড়ীকে মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024