|
Date: 2022-10-07 14:32:22 |
নোয়াখালীর সেনবাগে তৃনমুল আওয়ামী লীগের কমিটি গঠন শুরু
সকল জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নির্বাচন উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ১নং হতে ৯নং ওয়ার্ডের অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সেনবাগ উপজেলা আওয়ামিলীগর আহবায়ক, সেনবাগ সোনাইমুড়ীর আংশিক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোরশেদ আলম এম পি মহোদয় এবং যুগ্ম আহবায়ক,সানজি গ্রুপের চেয়ারম্যান জনাব লায়ন জাহাঙ্গীর আলম মানিক, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব বাহার উল্যা বাহার,যুগ্ম আহবায়ক, শওকত হোসেন কানন, যুগ্ম আহবায়ক সেনবাগ উপজেলা আওয়ামিলীগ উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা আওয়ামিলীগের অনেক নেত্রিবৃন্দ।
উক্ত নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন
১নং ওয়ার্ড, সভাপতি-জালাল আহম্মদ,সাধারণ সম্পাদক -মনির আহম্মদ
২নং ওয়ার্ড,সভাপতি -কামরুল, সাধারণ সম্পাদক -বাবুল
৩নং ওয়ার্ড, সভাপতি -তোফাজ্জল মুহুরী,সাধারণ সম্পাদক -মিজান
৪নং ওয়ার্ড,সভাপতি -জয়নাল আবেদিন,সাধারণ সম্পাদক -সফিক
৫নং ওয়ার্ড,সভাপতি-মান্নান,সাধারণ সম্পাদক-পলাশ
৬নং ওয়ার্ড,সভাপতি-আমির উল্যাহ,সাধারণ সম্পাদক বাহার
৭নং ওয়ার্ড,সভাপতি -মোহাম্মদ উল্যাহ,সাধারণ সম্পাদক -জয়নাল
৮নং ওয়ার্ড,সভাপতি -শেখ কামাল,সাধারণ সম্পাদক -জয়নাল
৯নং ওয়ার্ড, সভাপতি -বদু মেস্ত্রী,সাধারণ সম্পাদক -ফারুক।
© Deshchitro 2024