|
Date: 2023-11-09 12:43:59 |
শেরপুরের ঝিনাইগাতীতে চোরাই মিশুক অটোরিক্সাসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৮ নভেম্বর বুধবার বালিয়াচন্ডী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বালিয়াচন্ডী এলাকা থেকে চোরাই মিশুক অটোরিক্সাসহ মোঃ সিরাজুল ইসলাম (২৪) ও মোঃ রুবেল মিয়া (২৫) কে আটক করা হয়। আটককৃতরা হলো ময়মনসিংহ সদরের হুদিয়ারচর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (২৪) ও শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া গ্রামের মোঃ আহালু মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (২৫)। এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুইয়া জানান, আটককৃত ওই ২ ব্যক্তির নামে থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে শেরপুর আদালতে সোর্পদ করা হয়েছে।
© Deshchitro 2024