|
Date: 2023-11-10 02:41:13 |
সময় হেঁটে হেঁটে চলছে বন্ধুর পথে
মনে সময়ের দোটানা,
ভালো মন্দের সন্ধিক্ষণে
সময় হেঁটে যাচ্ছে কচ্ছপের মতো।
শান্তি, অশান্তি দোলাচালে দোলাচ্ছে
কোথায় সুখ? মন দৌড়াচ্ছে হাওয়ায় হাওয়ায়।
মানুষ পাখির মতো এখন উড়তে জানে,
গুঁতো খেয়ে হাঁটে পা ভাঙা পাখির মত খুঁড়িয়ে খুঁড়িয়ে ।
তবু উড়তে থাকে মানুষ মনের ডানায় ভর করে।
স্বপ্ন গুলো পুড়ে যায় বিরোধের আগুনে, বিদ্রোহে।
অভিযোগ যুক্ত সময় পার করে যায় বিষাক্ত উপদেশ,
সুখেরা উড়াল দেয় দাপটে, অবৈধ ইচ্ছায়।
••••••••
লেখক : সাঈদুর রহমান লিটন
© Deshchitro 2024